উনিশ বছর বয়সে অনেক বোকা ছিলাম: ফারিয়া
উপস্থাপনা দিয়েই শোবিজে আগমন নুসরাত ফারিয়ার। তারপর নামের সঙ্গে যুক্ত হয় চিত্রনায়িকা তকমা। এখন পুরোদস্তুর সিনেমার শুটিং নিয়েই ব্যস্ত তিনি। কাজ করছেন কলকাতার তারকা অভিনেতা জিতের সঙ্গে ‘ইন্সপেক্টর নটি কে’ ছবিতে।
১ অক্টোবর চ্যানেল আইয়ের উনিশ বছরে পদার্পণ উপলক্ষ্যে চ্যানেল আই প্রাঙ্গণে আয়োজন করা হয় জমকালো অনুষ্ঠানের। চ্যানেল আইকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাতে এসেছিলেন নুসরাত ফারিয়া। অংশ নেন চ্যানেল আইয়ের ফেসবুক লাইভেও।
চ্যানেল আই পরিবারকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নুসরাত ফারিয়া তার উনিশ বছর বয়স নিয়েও স্মৃতিচারণ করেন। ফারিয়া বলেন, ‘উনিশ বছর বয়সে আমি উপস্থাপনা করেছি। সেই সময়ের বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরিটা মিস করছি। তবে একটু সুযোগ পেলেই বন্ধুদের সাথে এখনো মেতে উঠি। ছোটবেলা থেকেই মনে হতো যে কিছু একটা করব। তবে তখন অনেক বোকা ছিলাম। এখনো বোকা আছি।’
চ্যানেল আইয়ের সঙ্গে নিজের সম্পর্কের কথা তুলে ধরে ফারিয়া বলেন, ‘চ্যানেল আইয়ের সঙ্গে আমার সম্পর্কটা না যত বড় তার চেয়ে বড় হচ্ছে আমি আজ যেখানে বসে আছি তার পেছনে চ্যানেল আইয়ের অবদান অাছে। সেজন্য আমি কৃতজ্ঞ।’
No comments