ভারতে আইফোন ৮ মাত্র ১৮ হাজার টাকায়.!!

আইফোন ৮
ভারতের মার্কেটে বিক্রি শুরু হয়েছে iPhone 8 ও iPhone 8 Plus. গত ২২ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে লঞ্চ হয় আইফোন এইট। দীপাবলির মুখে ভারতে নতুন আইফোন লঞ্চ করে অ্যাপেল বাজার দখলের চেষ্টায় নামল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বিশেষ করে ফোনের দাম ১৮,৭৭৮ টাকা হলে কে না চাইবে পকেটে থাকুক একটা আইফোন?
ভারতে iPhone 8 মিলছে ৬৪,০০০ টাকায়। iPhone 8 Plus-এর জন্য খরচ করতে হবে ৭৩,০০০ টাকা। কিন্তু একটু বুদ্ধি খরচ করলেই আইফোন এইট মিলবে মাত্র ১৮,৭৭৮ টাকায়। কীভাবে, দেখে নিন এক নজরে।
সিটি ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ড দিয়ে আইফোন কিনলে মিলবে ১০ হাজার টাকার ছাড়। অর্থাৎ ফোনের দাম ৬৪,০০০ টাকা থেকে কমে দাঁড়াবে ৫৪,০০০-এ। এর ওপর জিও আইফোনের ওপর ৭০ শতাংশ বাই ব্যাকের প্রতিশ্রুতি দিয়েছে। এর ফলে বাঁচবে ৪৪,৮০০ টাকা। তবে সে জন্য আপনাকে জিওর মাসিক ৭৯৯ টাকার প্যাকেজ নিতেই হবে।
সব মিলিয়ে ফোনের দাম দাঁড়াচ্ছে ১৮,৭৮৮ টাকা।
তবে জিওর বাই ব্যাক অফার পেতে গেলে অবশ্যই আপনাকে ফোন কিনতে হবে রিলায়েন্স জিও স্টোর অথবা আমাজন থেকে। ফোন কেনার পর তা রেজিস্ট্রার করতে হবে মাই জিও অ্যাপে।

No comments

Powered by Blogger.