৮১ টি দেশে জনপ্রিয়তায় দ্রুত এগিয়ে যাচ্ছে কিওয়ে

সাশ্রয়ী মূল্যে সবচেয়ে ভালো মানের মটরসাইকেল বিক্রিতে বাংলাদেশ সহ পৃথীবির ৮১ টি দেশে জনপ্রিয়তায় দ্রুত এগিয়ে যাচ্ছে কিওয়ে

শুরুর কথা

কিওয়ে ব্র্যান্ডটি ১৯৯৯ সালে হাঙ্গেরিতে তৎকালীন আঞ্চলিক মোটরসাইকেল স্কুটার বিশেষজ্ঞদের সমন্বয়ে কিছু স্বপ্ন নিয়ে তার যাত্রা শুরু করে। এখন কিওয়ে বিশ্বের ৮০টিরও বেশি দেশে শুধু মাত্র স্কুটার নয় বরং উচ্চ প্রযুক্তির ৫০ সিসি থেকে ১২০০ সিসির মোটরসাইকেল উৎপাদক একটি মাল্টিন্যাশনাল মোটরসাইকেল ব্র্যান্ড হিসেবে পরিচিত।
কিওয়ে টিম

কিওয়ে টিম

কিওয়ে ডিজাইন এবং স্টাইলের জন্য সারা বিশ্বের মোটরসাইকেল ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে অনুপ্রেরণা নেয়। আমাদের আছে বিশ্বের সেরা দক্ষ ডিজাইনার টিম, বিশেষ করে ইতালি এবং আর্জেন্টিনার দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন তরুন উদ্যোক্তা ডিজাইনাররা তো আছেনই।

কিওয়ের রুপান্তর

কিওয়ের রুপান্তর বেনেলির একটি যুগান্তকারী অর্জন। ১৯৯৯ সালে সবচাইতে পুরাতন ইটালিয়ান মোটরসাইকেল কোম্পানি কিওয়ের সবচেয়ে বড় শেয়ারহোল্ডারে পরিনত হয়। তখন থেকেই কিওয়ে মোটরসাইকেলের সব ধরনের ধারণা, ডিজাইন, ইঞ্জিয়ারিং এবং উৎপাদনের টেকনোলজি তথা সার্বিক অভিভাবক হিসেবে বেনেলি কাজ করে যাচ্ছে।
বেনেলি

বেনেলি

বেনেলি হচ্ছে ইতালির সবচেয়ে পুরাতন মোটরসাইকেল উৎপাদনকারি যেটা ১৯১১ সালে বেনেলি পরিবার প্রতিষ্ঠা করেছিল, পরবর্তীতে সেটা উনিশ শতাব্দীর ইতালিয়ান অর্থনীতিতে সর্বাধিক গুরুত্বপূর্ণ ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিতে পরিনত হয়। ১০৫ বছরের অধিক অভিজ্ঞতা সম্পন্ন বেনেলি এখন প্রতক্ষভাবে মোটরসাইকেল উৎপাদনকারি প্রতিষ্ঠান যার দুটি ব্র্যান্ড হচ্ছে বেনেলি এবং কিওয়ে।

মোটরসাইকেল গবেষণা

বিশ্বের বিভিন্ন দেশের কালচার ও দৈনন্দিন ব্যবহারিক উপযোগীতা বিশ্লেষন করে দক্ষ ইন্জিনিয়াররা ডিজাইন করেন সব কিওয়ে মোটরসাইকেল। নান ধাপে পরীক্ষা নীরিক্ষার পর বানিজ্যিক ভাবে বেনেল্লির টেকনোলজিতে তৈরি হয় কিওয়ে মটরসাইকেল, চীনের ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিতে। ইটালীতে অবস্থিত মূল ফ্যক্টরীর পাশাপাশি, বিভিন্ন পার্টস ও কম্পোনেন্টস তৈরির জন্য কিওয়ের রাশিয়া, কোরিয়া ও তাইওয়ানেও ফ্যক্টরী রয়েছে।
প্রস্তুতকৃত মটরসাইকেল বেনেল্লির ইন্জিনিয়াররা এবং প্রোডাক্ট কোয়ালিটি টিম সর্বশেষ টেষ্ট করার পর প্রোডাক্ট বাজারে আসে।




No comments

Powered by Blogger.