প্রথমবার কোন গানের ইউটিউব ভিউ ২ কোটি পার করলো.ইমরান-কনার ‘দিল দিল দিল’

ইউটিউবে দুই কোটির ঘরে পৌঁছালো ইমরান-কনার ‘দিল দিল দিল’ গানটি। এর মাধ্যমে বাংলা গান হিসেবে এই প্রথম কোনো গান দুই কোটি শ্রোতা উপভোগ করলো। ‘দিল দিল দিল’ গত বছর মুক্তিপ্রাপ্ত ‘বসগিরি’ ছবির গান। কবিল বকুলের কথায় এ গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন। টপি খানের প্রযোজনা ও শামিম আহমেদ রনির পরিচালনায় ‘বসগিরি’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন শাকিব খান ও বুবলী। গানটি প্রসঙ্গে ইমরান বলেন, এই অর্জন আমার একার নয়, এই অর্জন এই গানের গীতিকার কবির বকুল ভাই, সুরকার শওকত আলী ইমন ভাই, কনা আপু, শাকিব ভাই, বুবলি, টপি ভাই, রনি ভাইসহ এই গান সংশ্লিষ্ট সকলের। এর আগে আমার গাওয়া ‘বলতে বলতে চলতে চলতে‘ গানটি যেকোনো বাংলা গান হিসেবে প্রথম কোটির ঘরে পা রাখে। এই অর্জনগুলো কখনোই সম্ভব হতো না যদি শ্রোতারা আমাকে এবং আমার গানকে ভালোবেসে আমার পাশে না থাকতো। ভালোবাসা এবং কৃতজ্ঞতা আমার সকল শ্রোতার প্রতি। কনা বলেন, আলহামদুল্লিাহ। এই প্রথম বাংলা গান ইউটিউবে দুই কোটিতে পৌঁছালো। আমাকে এই ইতিহাসের অংশ হওয়ার সুযোগ করে দেয়ার জন্য অনেক ধন্যবাদ কবির বকুল ভাই ও ইমন ভাইকে। অভিনন্দন ইমরানকেও।

No comments

Powered by Blogger.